Saturday, April 26, 2014

ব্যবসা মানে ঝুঁকি নেয়া:
                                   
    ব্যবসা করতে গেলে কিছু খরচ করতেই হবে ।খরচ করে কোন ফলাফল না পাওয়ার সম্ভাবনা অনেক ছিলো। ব্যবসা মানেইতো ঝুকি। আমি সেই ঝুকি নেয়াতে কোন দ্বিধা করতাম না। দ্বিতীয় যে বিষয়টি আমার কাজ করেছে সেটা হলো  যা করি তা ঠিক হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করার জন্য  অভিজ্ঞ কারো কাছ থেকে যাছাইয়ের ব্যবস্থা   নিশ্চিত করা। তাতে খরচ করতেও আমি কুন্ঠিত ছিলাম না।
আমি মনে করি আমার এই মানুষিকতা আমাকে সফল হতে অনেক সাহায্য করেছে। অনেক উদ্যোক্তা হয়তো আছে যিনি যা করেছেন সব কিছুই ছিলো যথাযথ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক ব্যবসা সাফল্যের মূখ দেখেনি ভুল পদক্ষেপ নেয়ার কারনে। চেস্টা আর ভুল করার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়। তাতে সময় আর অর্থ ব্যয় হয় অনেক। অনেকে ভুল পথে এত দূর চলে যায় যে সেখান থেকে ফেরত আসার মতো স্পৃহা ও সুযোগ হারিয়ে ফেলে।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home