Wednesday, April 30, 2014

নিজেকে স্বাবলম্বী করার কিছু তথ্য




বর্তমান  বিশ্বে একটি বিষয় সকলের মনে আলোড়ন তুলেছে। শুধু আমি বা আমরা নয় বিশ্বের   আধিকাংশ লোকই  যারা অল্প পরিশ্রমে বা অন্যের অধিনে চাকুরি না করে,স্বাধীন ভাবে অর্থ উপার্জন করতে চায়। উক্ত বিষয়টি হচেছ অনলাইনের কাজ । অনলাইন বলতে SEO এর কাজ । SEO অর্থ সার্চ ইঞ্জিনঅপ্টিমাইজেশন।   আমরা প্রতিদিন করতে পারি,সারা মাস করতে পারি,সারা বছর করতে পারি অথবা আমার ইচেছ মত কিছুদিন অবসরে থাকতে পারি। এতে আমাকে কারও কাছে জবাব দিতে হবে না ।এক মাসের কাজ আমি ১৫দিনেও করতে পারি,এটা নিজের ইচেছ উদ্দিপনার উপর নির্ভর করে। বলা যায় SEOএর ভবিষ্যত ভালো। বাংলাদেশের ৩০ ভাগ লোকই এখন SEOএর সাথে জড়িত।                                  

Saturday, April 26, 2014

ব্যবসা মানে ঝুঁকি নেয়া:
                                   
    ব্যবসা করতে গেলে কিছু খরচ করতেই হবে ।খরচ করে কোন ফলাফল না পাওয়ার সম্ভাবনা অনেক ছিলো। ব্যবসা মানেইতো ঝুকি। আমি সেই ঝুকি নেয়াতে কোন দ্বিধা করতাম না। দ্বিতীয় যে বিষয়টি আমার কাজ করেছে সেটা হলো  যা করি তা ঠিক হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করার জন্য  অভিজ্ঞ কারো কাছ থেকে যাছাইয়ের ব্যবস্থা   নিশ্চিত করা। তাতে খরচ করতেও আমি কুন্ঠিত ছিলাম না।
আমি মনে করি আমার এই মানুষিকতা আমাকে সফল হতে অনেক সাহায্য করেছে। অনেক উদ্যোক্তা হয়তো আছে যিনি যা করেছেন সব কিছুই ছিলো যথাযথ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক ব্যবসা সাফল্যের মূখ দেখেনি ভুল পদক্ষেপ নেয়ার কারনে। চেস্টা আর ভুল করার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়। তাতে সময় আর অর্থ ব্যয় হয় অনেক। অনেকে ভুল পথে এত দূর চলে যায় যে সেখান থেকে ফেরত আসার মতো স্পৃহা ও সুযোগ হারিয়ে ফেলে।